-
- জাতীয়
- নবীগঞ্জে পিআপের চাপায় অটোরিকশা চালক নিহত।। আহত ১
- আপডেট টাইম : February, 8, 2021, 3:17 pm
- 363 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ- নবীগঞ্জ সড়কের লামলীপাড় পাড় নামক স্থানে পিক-আপ ( ভ্যান) ও অটোরিকশা মুখোমুখি সংর্ষে জামাল মিয়া (৩৮) নামে এক অটোরিক্সা চালক ঘটনা স্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশা ১ যাত্রী।
নিহত জামাল মিয়া উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের তপতীভাগ গ্রামের রছিম উদ্দিন রছু’র পুত্র। নিহত জামাল মিয়ার এক মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,গতকাল রবিবার সন্ধা সাড়ে ৭টার সময় অটোরিক্সা চালক জামাল মিয়া কাজীর বাজার থেকে ইনাতগঞ্জ বাজারে আসছিলেন।
এ সময় লামলীপাড় নামক স্থানে এসে পৌছলে ইনাতগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কলা বোঝাই একটি দ্রুতগামী পিকআপ ভ্যান অটোরিক্সাটিকে চাপা দেয়। এ সময় জামাল মিয়া ছিটকে পড়ে পিকআপের নীচে চলে যায়। ফলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
এ সময় অটোরিক্সা যাত্রী ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামের মিঠু দেব আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সামছুদ্দিন খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌছে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্জ সামছুদ্দিন খাঁন দুর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply