নবীগঞ্জ প্রতিনিধি::ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান (ময়মনসিংহ-ন-১১-০২১১) চাপায় সুনুক মিয়া (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (৫ মে) ভোর ৫টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে এ দূর্ঘটনাটি ঘটে । নিহত সুনুক মিয়া ওসমানী নগর থানার নোয়াগাঁও গ্রামের মৃত নজির উল্লার পুত্র। পুলিশ জানায়, শনিবার ভোরে ঢাকা থেকে একটি পিকআপ ভ্যান মাছ নিয়ে সিলেট যাচ্ছিল।
পথিমধ্যে মডেল বাজার নামকস্থানে পৌঁছামাত্রই পিছন দিক থেকে এক পথচারীকে মারাত্মক ভাবে ধাক্কা দেয়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়।
পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে ফাঁড়ীর এসআই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করেন ।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply