-
- জাতীয়
- নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৩ সন্তানের জননীর মৃত্যু
- আপডেট টাইম : January, 6, 2021, 11:19 am
- 339 বার
নিজামুল ইসলাম চৌধুরী : : নবীগঞ্জে ৩ সন্তানের জননী খাদিজা বেগম(৩৫) নামে এক নারীর মত্যু হয়েছে।
জানা যায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামের সমছু আলম বিগত প্রায় ১২ বছর পূর্বে বিয়ে করেন একই উপজেলার দীখলবাক ইউনিয়নের নতু কসবা গ্রামের খাদিজা বেগমকে। দাম্পত্য জীবনে তাদের ৩ সন্তান রয়েছ।
বুধবার সকাল ৬ টায় গূহবধু খাদিজা বেগম হাঁড়ি পাতিল নিয়ে বাড়ির পাশে পুকুরে যান। খন্টাখানেক পর খাদিজা ঘরে না ফেরায় স্বামী সমছু মিয়াসহ গ্রামবাসী তাকে খুঁজতে থাকেন। পরে সকাল ৯ টায় পুকুরে জাল ফেলে খাদিজার মৃত দেহ পুকর থেকে উদ্ধার করা হয়।
এ সময় তার অবুজ ৩ সন্তানের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে।
স্বামী শমছু মিয়া ও গ্রামবাসী জানান,খাদিজা বেগম বেশ কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ সত্যতা নিশ্চিত করে জানান,পরিবার ও গ্রামবাসীর তথ্যমতে খাদিজা মানসিক ভারসাম্যহীন ছিল। কারো কোন অভিযোগ না থাকায় তাকে দাফন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply