নবীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন

আশাহীদ আলী আশা / আলী জাবেদ মান্না:: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা হাজী আইয়ুব মিয়া (৭৫) খুন হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সংগঠিত হয়েছে আজ রবিবার (২৪ মে) দুপুরে । ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার উমরপুর গ্রামের পুকুরে মাছ চাষ কে কেন্দ্র করে আবুল হোসেন ও তার চাচাতো ভাই জিতু মিয়ার মধ্যে বেশ কিছু দিন যাবৎ বিরোধ চলে আসছিল। এই বিরোধীয় অবস্থায় রবিবার বেলা ১১ টার দিকে জিতু মিয়া তার লোকজন নিয়ে বিরোধীয় ওই পুকুরে জাল ফেলে মাছ ধরতে যায়। এ সময় মারদাঙ্গা না হওয়ার জন্য দু’ পক্ষেরই মুরব্বি (চাচা) আইয়ুব মিয়া পুকুর পাড়ে গিয়ে উভয় পক্ষকে মাছ না ধরতে বলেন এবং পরে বিষয়টি গ্রামের মুরব্বিয়ানদের নিয়ে সালিশের মাধ্যমে বিচার করে দিবেন বলে উভয় পক্ষকে শান্ত থাকতে বলেন। এ নিয়ে চাচা আইয়ুব মিয়ার সাথে ভাতিজা জিতু মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রেগে জিতু মিয়া তার চাচা আইয়ুব মিয়াকে পুকুর পাড়ের ঘাটলার মধ্যে সজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানান তার স্বজনরা। সাথে সাথে তাকে উদ্বার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তদন্ত চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা