-
- জাতীয়
- নবীগঞ্জে পুলিশের অভিযানে ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামীসহ ৩ আসামী গ্রেপ্তার
- আপডেট টাইম : May, 31, 2024, 10:54 pm
- 52 বার
নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন মামলার ২ জন ওয়ারেন্টভুক্ত আসামী ও ১ জন দোকান চুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলো- উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের আব্দুল আলীর পুত্র লিটন এবং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁর গ্রামের পিতা আব্দুর রউফ এর পুত্র আবুল খায়েরশ্যামল।
পুলিশ সুত্রে জানা গেছে, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলী নির্দেশে উপজেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও পলাতক আসামীদেরকে গভীর রাতে নবীগঞ্জ থানার পুলিশ টিম অভিযান পরিচালনা করে ২জনকে আটক করে।
গ্রেফতারকৃত ২ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিও এক জন দোকান চুরকে আটক করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে হবিগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply