-
- জাতীয়
- নবীগঞ্জে পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী গ্রেফতার
- আপডেট টাইম : December, 29, 2024, 11:47 pm
- 62 বার
নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে হোছন মিয়া (৩৮) নামে নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার বাশডর গ্রামের টেকা মিয়ার পুত্র।
গত শনিবার ভোরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় এসআই আনিসুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাশডর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন পিপিএম জানান,গ্রেফতারকৃত হোছন মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply