-
- জাতীয়
- নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ২
- আপডেট টাইম : December, 9, 2019, 8:19 pm
- 392 বার
আশাহীদ আলী আশা: : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পলাতক দুই আসমীকে গ্রেফতার করেছ। গ্রেফতারকৃতরা হলো ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের পুত্র ইলিয়াছ মিয়া ও দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মৃত লিপাই মিয়ার পুত্র জহির উদ্দিন(৩৫)।
গত রোববার রাতে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন এর নেতৃত্বে এসআই এমরান, এএসআই রবেলসহ একদল পুলিশ পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করেন।
পুলিশ পরিদর্শক সামছদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply