-
- জাতীয়
- নবীগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ২
- আপডেট টাইম : March, 7, 2025, 3:22 pm
- 27 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— নবীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে জিআর মামলার পলাতক আসামী রোকন মিয়া (২৭) এবং হরিধরপুর গ্রামের মোতাব্বির ওরফে মতব্বির মিয়ার ছেলে আমির হোসেন (৩২)।
আমির হোসেনের বিরুদ্ধে জিআর মামলা নং ১২৭/২২ (নবীগঞ্জ) অনুযায়ী ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর নবীগঞ্জ থানার পুলিশের তৎপর অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম-এর নির্দেশনায় এএসআই সিদ্দিকুর রহমান ও এএসআই রুহুল আমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রফতার করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন পিপিএম জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply