নবীগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশের গোপলার বাজার ফাঁড়ির টিম।
গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে দেবপাড়া বাজারস্থ ইসলাম কমপ্লেক্স (সাহেদ মিয়া মার্কেট) থেকে লিটন মিয়া (৪৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। সে সাতাইহাল (দক্ষিণ কুর্শা) গ্রামের হাজি কমর উদ্দিনের ছেলে।
উদ্ধারকৃত মাদক ও নগদ অর্থ হলো, ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭,৫০০ টাকা।
অভিযান পরিচালনাকারী এসআই কাজল জানান,
নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। লিটন মিয়াকে ইয়াবাসহ হাতে-নাতে ধরা গেলেও তার সহযোগী ও মূলহোতা আজাদ মেম্বার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, আজাদ মেম্বার ও লিটন মিয়া দীর্ঘদিন ধরে দেবপাড়া বাজার ও আশপাশের এলাকায় মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় অপরাধ কর্মকাণ্ড,ভয়ভীতি প্রদর্শন ও আধিপত্য বিস্তার ও
মাদকের পাশাপাশি নানা অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকা।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান বলেন,মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। গ্রেফতার লিটন মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পলাতক আজাদ মেম্বারসহ অন্যদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান। কাউকেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা