-
- জাতীয়
- নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৫
- আপডেট টাইম : October, 17, 2023, 9:50 pm
- 88 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলীর নেতৃত্বে সোমবার রাতভর পৃথক অভিযানে ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামী,ইয়াবাসহ জিআর মামলার পলাতক মোট ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হলেন শেরপুর গ্রামের মৃত আব্দুল শুক্কুর এর পুত্র নুরুল আমিন(৩৮) ও এনাতাবাদ গ্রামের আব্দুল শুকুরের পুত্র হালিম মিয়া (৪০)।
অপর অভিযানে নবীগঞ্জ থানাধীন পানিউমদা ইউনিয়নের উড়ারপাড় গ্রামের এনশাদ মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১টি নীল রংয়ের পলিব্যাগের ভিতর হতে ১৮০ পিচ ইয়া্বা ট্যাবলেটসহ উত্তর রামলোহ গ্রামের লেবু মিয়ার পুত্র সবুজ মিয়া(৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। নবীগঞ্জ থানার মামলা নং-০৮, তারিখ -১৭/১০/২৩খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে সিআর-৭০১/২২(নবী) মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে কানাইপুর গ্রামের -মোঃ মিয়াধন মিয়ার পুত্র।
তাছাড়া সিআর-৪/২১ মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী হরিপুর গ্রামের মো: আব্দুল হাসিমের পুত্র মোঃ আঃ শহীদ তালুকদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাসুক আলী।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply