নবীগঞ্জে বঙ্গবন্ধু পরিষদ নেতা ভানু লাল দাশ আর নেই।। বিভিন্ন মহলের শোক

উত্তম কুমার পাল
হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাঁও ইউনিয়নের বাসিন্ধা  আওয়ামীলীগ বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন কমিটির সভাপতি  ভানু লাল দাশ (৪৬) ৩১ জুলাই শনিবার ভোর আনুমানিক পৌনে ছয়টায় মৃত্যু বরন করেন।
জানা যায়, তিনি ভোরে অসুস্থ হয়ে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে ফার্মেসীতে এসে ঔষধ খাওয়ার সময় হার্ট এটাকে আক্রান্ত হলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের সন্তান ভানু লাল দাশ ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত। তিনি নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে ৭ নং করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন। ২০১৬ সালে ৭ নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ছিলেন।
এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক শোকের ছায়া বিরাজ করছে। তাঁর মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার সাথে সাথে তাঁর গ্রামের বাড়িতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভীড় জমতে থাকে। এরপর দুপুর ১ ঘটিকার সময় পাঞ্জারাই গ্রামের তাঁর নিজ বাড়িতে অন্তেষ্টিক্রিয়া শেষ হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, ২ ভাই, ২ বোন সহ অসংখ্যক আত্মীয়-স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন।
ভানু লার দাশের মৃত্যুর খবর শোনে নবীগঞ্জ বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ ছুটে গেছেন তার বাড়ীতে
 গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
এছাড়া ভানু লাল দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী,
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল,সাধারন সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন,উপজেলা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম তালুকদার,
,উপজেলা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাশ রাজুসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ।শোক জ্ঞাপনকারীর  তাঁর আত্মার শান্তি কামনা করে শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা