জাবেদ তালুকদার নবীগঞ্জ প্রতিনিধি :নবীগঞ্জে বজ্রপাতে নাছির মিয়া নামে (১০) বছরের এক শিশু মারা গেছে এবং তার ভাই ফয়ছল মিয়া (১৬) গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত নাছির মিয়া ও ফয়ছল মিয়া নবীগঞ্জ উপজেলার ছোট আলীপুর গ্রামের ইছমাইল মিয়ার পুত্র। জানা যায়,( ১৮ মে ) মঙ্গলবার বিকাল ৩ টার দিকে স্থানীয় বেতুয়ার হাওরে নাছির ও তার ভাই মাছ ধরতে গেলে বজ্রপাতের কবলে পড়ে নাছির মিয়া মারা যায় এবং ফয়ছল মিয়া গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় ফয়ছল মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরী করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মর্গে প্রেরণ করা হয় নি। ময়নাতদন্ত ছাড়াই নাছিরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের দাবী করলে লাশ হস্তান্তর প্রকৃয়াধীন রয়েছে।
Leave a Reply