-
- জাতীয়
- নবীগঞ্জে বাউশা ইউপি ১নং ওয়ার্ডে উপ- নির্বাচনে ভোট গ্রহণ চলছে
- আপডেট টাইম : March, 9, 2024, 3:02 pm
- 71 বার
হাবিবুর রহমান চৌধুরী শামীম:; নবীগঞ্জ উপজেলার ৯নং বাউশা ইউনিয়নের ১নং ওয়ার্ডে সদস্য পদে উপ- নির্বাচনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট গ্রহণ চলছে। সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটা বাড়তে থাকে।
বিগত ৪মাস পূর্বে এই ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হক মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়।
নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন রনজিত দেবনাথ(টিউবওয়েল),মহেন্দ্র চন্দ্র রায় ( মোরগ),মো: আব্দুল মোমিন(ফুটবল), মো: আলী বকস(তালা)।
উক্ত ওয়ার্ডে নারী পুরুষ মিলে ভোট ভোটার সংখ্যা ২৭২৭টি। রিফাতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট সংখ্যা ৯৬৭ ও সুজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোট ১৭৬০।
নির্বাচনে প্রিজাটিং অফিসার হিবেবে দায়িত্ব পালন করছেন উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ।
কে হচ্ছেন এই ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply