-
- জাতীয়
- নবীগঞ্জে বাবা মাকে নির্যাতন করার পুত্রের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড
- আপডেট টাইম : June, 13, 2021, 3:04 pm
- 271 বার
আলী জাবেদ মান্না :নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে মা বাবাকে নির্যাতন করার অভিযোগে অবাধ্য পুত্র মো: শরীফ উদ্দিন (২২) কে মোবাইল কোর্টে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছ। দন্ডপ্রাপ্ত শরীফ উদ্দিন উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের সমীর উদ্দিনের পুত্র।
রবিবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন।
জানা যায়,দন্ডপ্রাপ্ত শরীফ উদ্দিন দীর্ঘদিন যাবত তার বাবা মাকে নির্যাতন করে আসছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার বাবা মাকে নির্যাতন না করার জন্য একাধিক বার তাকে বুঝিয়ে বলেন। তারপরও সে তার কার্যক্রম অব্যাহত রাখে।
গতকাল রবিবার দুপুরে পূর্বের ন্যায় শরীফ উদ্দিন আবারও মা বাবাকে মারপিট ও নির্যাতন করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পুলিশকে সাথে নিয়ে তার বাড়ী থেকে শরীফকে আটক করেন। পরে ১৮৬০ এর ৩৫৫ ধারায় শরীফ উদ্দিনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply