আশাহীদ আলী আশা:: নবীগঞ্জ জে কে হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকালে দুইদিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান সভাপতিত্বে ও প্রাইমারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, নবীগঞ্জ জে কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, হিরামিয়া গার্লস স্কুরের প্রধান শিক্ষক আশরাফুল আলম, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া। এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা কর্মচরী, উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ।
আলোচনা সভা শেষে অথিতিবৃন্দ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
Leave a Reply