নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল ফয়েজ (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আবুল ফয়েজ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত রুসমত উল্লার পুত্র।
গতকাল রোববার সকাল সাড়ে ৮ টায় মৃত্যুর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,উল্লেখিত সময়ে আবুল ফয়েজ তার চাচা আব্দুল কাদিরের বাসার চাদের উপর থেক একটি বাঁশের খুটি সরাতে যায়। বাঁশটি পূর্ব থেকেই বিদ্যুতের মেইন তারের সাথে জরানো ছিল। এ সময় আবুল ফয়েজ অসাবধানতাবশত খুটিতে হাত দেয়ার সাথে সাথে বিদুৎস্পৃষ্ট হয়ে আটকে যায়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ইনাতগঞ্জ বাজার চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
বেলা ১১ টায় নামাজে জানাজা শেষে তাকে গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ফয়েজের ভাই আবু তাহের।
Leave a Reply