-
- জাতীয়
- নবীগঞ্জে বিদেশ ফেরত ৩৫৬ প্রবাসীর সন্ধানে প্রশাসন।। ১৭১ জন কোয়ারেন্টাইনে
- আপডেট টাইম : March, 24, 2020, 4:19 pm
- 370 বার
সংবাদদাতা::নবীগঞ্জ উপজেলায় চলতি মাসের ৩ তারিখ থেকে ২৩ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসেছেন ৫২৭ জন প্রবাসী। তাদের মধ্যে মাত্র ১৭১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকী ৩৫৬ জন কী অবস্থায় রয়েছেন তা জানা নেই প্রশাসনের। তবে তাদের অবস্থান শনাক্ত করতে উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে বিদেশ ফেরতদের সন্ধান করা হচ্ছে। এছাড়া উপজেলার সকল ইউপি সদস্যকে প্রধান করে প্রত্যেক ওয়ার্ডে একটি করে কমিটি গঠন করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধের ল্েয উপজেলা কমিটির নিকট প্রবাসী অবস্থানসহ বিভিন্ন তথ্য প্রদান করবে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি বিশ্বজিত কুমার পাল এ ব্যাপারে বলেন, বর্তমানে বিদেশ ফেরত ১৭১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় নিয়ে আসা হয়েছে। গত ৭ই মার্চ থেকে যারা দেশে এসেছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে জোর দিচ্ছি। যাদের পাসপোর্টে নবীগঞ্জের ঠিকানা ব্যবহার করা হয়েছে। তবে তারা সবাই নবীগঞ্জের ঠিকানায় অবস্থান করছেন কিনা তা আমাদের জানা নেই। তালিকাটি সব ইউনিয়নে পাঠানো হয়েছে। নবীগঞ্জে অবস্থান করলে সব বিদেশ ফেরত ব্যক্তিকে পর্যবেক্ষণে আনতে উপজেলা প্রশাসন কাজ করছে। করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত কোনো প্রবাসী যদি সরকারের নির্দেশ না মানে তাহলে আইনের কঠোর প্রয়োগ করা হবে। করোনা সংক্রামন প্রতিরোধের বিষয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আলাদা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করে রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply