মো: সুমন আলী খাঁন::নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুতের কুটিঁ নিয়ে যাওয়ার পথে কুটির চাপায় এরশাদ মিয়া (২৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬মার্চ) সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিক গাইবান্ধা জেলার আজহার মিয়ার পুত্র।
সুত্রে জানা যায়, গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার সিলমানের পাড়া গ্রামের আজহার মিয়ার পুত্র এরশাদ মিয়া দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কুটি সরবরাহ ও বসানোর ঠিকাদারী প্রতিষ্টানের অধিনে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। গতকাল উল্লেখিত সময়ে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্গাপুর এলাকায় কুটিঁ বসানোর জন্য ঠেলা দিয়ে বিদ্যুতের কুটি নিয়ে যাওয়ার পথেই হঠাৎ করে ঠেলা গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে শ্রমিক এরশাদ মিয়ার ওপর পড়ে যায়।
এসময় তার সঙ্গীয় লোকজন ও স্থানীয় লোকদের সহযোগিতায় প্রানপণ চেষ্টার ফলে কুটিঁ নীচ থেকে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
Leave a Reply