নবীগঞ্জে বিবিয়ানা নদীতে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

ডেস্ক রিপোর্ট : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের   মোস্তফাপুর গ্রামে বিবিয়ানা নদীতে বর্শি দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্য রক্তক্ষী সংঘর্ষে হয়েছে। সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত  ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন জানু মিয়া(৫৫), আনু মিয়া(৪০), সজিব (২৩),সজল(২৬), মনোয়ারা বেগম(৫০), ডালিম(২৫)।
নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত পক্ষের আহতরা হলেন উমর আলী(৭০), মন মিয়া(৫০), টিপু মিয়া(৪৫), মালেক উদ্দিন (৬০), কনর মিয়া(৪০), সেলু মিয়া(৩০), মানিক মিয়া(৩৮), ওলিম উদ্দিন(৩৪), জিলু মিয়া(৫৫),ইসলাম উদ্দিন(৩৪)।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়,ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের নিকটবর্তী বিবিয়ানা নদীতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার মোস্তফাপুর গ্রামের জানু মিয়া বর্শি দিয়ে মাছ ধরতে যায়। এ সময় একই গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে নজরুল ইসলাম মাছ না ধরতে জানু মিয়াকে নিষেধ করেন। এ নিয়ে উভয়ের মধ্য বাকবিতণ্ডা হয়। এর জের ধরে উভয়ের লোকদের মধ্য সংঘর্ষ শুরু হয়।
প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্রসহ ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ২০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁন জানান,দুপক্ষের মধ্য সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা