নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা ॥
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে এক পরিবারের স্বপ্নের আশ্রয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে কাউছার আহমেদের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কাউছার আহমেদ অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে আনুমানিক দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ দলিলপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার (১ ভরি) এবং প্রায় ২০-২২টি মোরগ পুড়ে যায়।
বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা জানান, প্রাণপণ চেষ্টা করেও তারা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পানি ছিটিয়েও কোনো ফল হয়নি। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিভে গেলেও ততক্ষণে সবকিছু ছাই হয়ে যায়।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। ঢালাই কাজের কন্ট্রাকটর হিসেবে জীবিকা নির্বাহ করেন কাউছার।
Leave a Reply