-
- জাতীয়
- নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার পরলোক গমন।। রাষ্ট্রীয় মর্যাদায় দাহ
- আপডেট টাইম : March, 24, 2021, 8:35 am
- 319 বার
নবীগঞ্জ সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা উপেন্দ্র চন্দ্র দাশ পরলোক গমন করেছেন। গত সোমবার রাত সাড়ে ৯ টার সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি স্ত্রী,৪ ছেলে,২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় তার নিজ বাড়ীতে নবীগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সুমাইয়া মমিন ও নবীগঞ্জ থানার একদল চৌকস পুলিশ। এছাড়াও এলাকার নেতৃস্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি,উপজপলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী। তারা তার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply