নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল।। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সংবাদদাতা নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি দেবপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছানু মিয়া (৭৪) ইন্তেকাল করেছে। ( ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

গতকাল বুধবার ভোর ৫টার সময় নিজ বাড়ীতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। মূত্যুকালে তিনি ২ ছেলে,১ মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার বিকেল ৫টায় বাংলাদেশ সরকারের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়ে নবীগঞ্জ থানার একদল চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গার্ড অব অনার প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।

পরে বীর মুক্তিযোদ্ধা, এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে গ্রাম্য কবর স্থানে তাকে দাফন করা হয়।

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করছেন নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,যুগ্নসাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, মুক্তিযোদ্ধা নুর উদ্দিন ( বীর প্রতীক),নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক ডা: নিজামুল ইসলাম চৌধুরী,বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক শাহান শাহ লিমন।

শোক বার্তায় তারা ৭১ সালের সম্মুখযোদ্ধা এই বীর সৈনিকের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা