নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের করগাও গ্রামের অবঃসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মধুসূদন রায় (৬৯) গতকাল বৃহস্পতিবার ৩০ দিবাগত ভোররাতে পরলোক গমন করেন। মৃত্যুকালে মধুসূদন রায়,এক মেয়ে অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন। প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মধুসুসন রায়ের মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে শেষকৃত সম্পন্ন করা হয়। বার্ধক্য জনিত কারনে তিনি পরলোক গমন করেন।
বৃহস্পতিবার বিকাল ২টায় রাস্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে শেষকৃত সম্পন্ন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ নবীগঞ্জ থানার পুলিশ ফোর্সসহ রাস্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডারসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
Leave a Reply