আশাহীদ আলী আশা :: ক্ষুদ্র আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় না করে উল্টো সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে ব্র্যাক নবীগঞ্জ শাখা। করোনা ভাইরাস সংক্রমন শুরুর পর থেকে স্বাস্হ্য বিধি মেনে অফিস খোলা রেখে জনসাধারণকে সচেতন করতে সরকারের পাশাপাশি নানান কর্মসূচী পালন করে যাচ্ছে। ব্র্যাক নবীগঞ্জ অফিস সূত্রে জানাগেছে, করোনাকালে দেশের সংকটময় পরিস্থিতিতে ক্ষুদ্র আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনা করে ব্র্যাক নবীগঞ্জ এলাকার আওতাধীন চারটি শাখা গত ২৪ মার্চ থেকে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রেখেছে। করোনা ভাইরাস সংক্রমন শুরুর পর থেকে স্বাস্হ্য বিধি মেনে অফিস খোলা রেখে জনসাধারণকে সচেতন করতে সরকারের পাশাপাশি নানান কর্মসূচী পালন করে যাচ্ছে। জনসাধারণকে সচেতন করতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলকে উদ্বুদ্ধ করাসহ লিফলেট বিতরণ, স্টিকার লাগানো, প্রতিটি পাড়া মহল্লায় মাইকিং করা হচ্ছে। এছাড়া ব্র্যাক নবীগঞ্জ ইউপিজি কর্মসূচী থেকে ১৬২ জন সদস্যকে নগদ ১৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৭৯টি পরিবারকে দেয়া হয়েছে হ্যান্ড স্যনিটাইজার, মাস্কসহ বিভিন্ন জীবাণু নাশক এবং ৫৫ টি পরিবারে বিশুদ্ধ পানি সরবরসহ করা হয়েছে। ব্র্যাক নবীগঞ্জ শাখার ব্যবস্হাপক(দাবি) মোছাম্মত এপলী বেগম জানান, আমরা চেষ্টা করছি এই সংকটে নবীগঞ্জের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়নোর। আমরা ঋণের কিস্তির চাপ না দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি মানবিক কারণে। এলাকা ব্যবস্হাপক(দাবি) মোঃ রফিকুল ইসলাম বলেন, সরকারের একার পক্ষে এই ভাইরাস মোকাবেলা করা সম্ভব নয়। সরকারের পাশাপাশি যার যার অবস্থান এগিয়ে আসতে হবে। প্রান্তিক ও দরিদ্র জনগনের কথা চিন্তা করে আমরা মাঠ পর্যায়ে ঋণের কিস্তি আদায় না করে তাদের পাশে থেকে সমস্যা উত্তরণের চেষ্টা করছি। সূত্রে জানা গেছে, ব্র্যাক নবীগঞ্জ শাখা তাদের সদস্যদের মাঝে নগদ, বিকাশের মাধ্যমে সঞ্চয় ফেরত অব্যাহত রেখেছে। এছাড়া গত ১০ মে থেকে সাধারণ জনগোষ্ঠীর আর্থিক প্রয়োজনীয়তা বিবেচনা করে কৃষি খাত, মুদি দোকান এবং ফার্মেসী ব্যবসায়ীদের মধ্যে সীমিত আকারে ঋণ বিতরণ অব্যাহত রেখেছে।
Leave a Reply