নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ এই শ্লোগানকে সামনে নিয়ে নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান ২০২৩ ও ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের সভাপতিত্বে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর কর্মকর্তা রিমা আক্তার চৌধুরীর উপস্থাপনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসির, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি রাকিল হোসেন, সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, দুলাল আহমদ, মোছা আকলু বেগম, পুতুল দাশ, মহিলা কাউন্সিলর পারুল আক্তার, ইউপি মহিলা সদস্য মরিয়ম বেগম ও শামছুন নাহার প্রমুখ।
Leave a Reply