নবীগঞ্জে ভুমি দস্যু আওয়ামী লীগ নেতা জয়নাল গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের কুখ্যাত ভুমি দস্যু ও জালিয়াতি চক্রের হোতা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা ভূমি অফিসে জাল কাগজপত্র নিয়ে দালালি করতে এসে ধরা পড়েন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সিভিল পোশাকে ওঁৎ পেতে থাকা পুলিশের একটি দল তাকে তাৎক্ষণিকভাবে আটক করে।
জানা গেছে, মৃত ইয়াসিন উল্লাহর পুত্র জয়নাল আবেদিন দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি জালিয়াতি করে নিরীহ মানুষের জমি নিজের নামে করে নিতেন। তিনি ভূমি অফিসের বিভিন্ন দালাল চক্রের সঙ্গে যুক্ত থেকে জাল দলিল ও কাগজপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে বহু মানুষকে ক্ষতিগ্রস্ত করেছেন।
তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। বিকেলে পুলিশ তাকে পূর্বের একটি নাশকতা মামলায় ডেভিল হান্টে গাড়ি পুড়িয়ে দেওয়া’ মামলায় গ্রেফতার দেখিয়ে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন গণমাধ্যমকে জানান, “জয়নাল আবেদিনকে হাতেনাতে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তারা জালিয়াত চক্রের অন্যান্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা