-
- জাতীয়
- নবীগঞ্জে মটর সাইকেল দুর্ঘটনায় ২ জন প্রধান শিক্ষক আহত।। একজনকে ওসমানীতে প্রেরণ
- আপডেট টাইম : March, 24, 2022, 8:37 pm
- 182 বার
নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জে মটর সাইকেল দুর্ঘটনায় ২ জন প্রধান শিক্ষক আহত হয়েছেন। গরুতর আহত উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির লাল দাশ(৪৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত আগনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিধু দাশ (৪০) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে উল্লেখিত আহত দুইজন নবীগঞ্জ থেকে মটর সাইকেল যোগে কর্মস্থলে ফিরছিলেন। এ সময় ইনাতগঞ্জ-কাজীর বাজার সড়কের নিজ আগনা গ্রামের নিকটে ব্রীজের উপর উঠার সময় রাস্তায় থাকা একটি ছাগলের উপর মটর সাইকেলটি উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলটি ছিটকে সড়কের বাইরে পড়ে যায়। এতে উল্লেখিত দুই প্রধান শিক্ষক আহত হন।
উল্লেখ্য,সাম্প্রতিককালে ইনাতগঞ্জ – কাজীর বাজার সড়কে সড়ক দুর্ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। গত প্রায় এক বছরে প্রায় ৭/৮ জন নারী পুরুষ ওই রোডে দুর্টনায় মৃত্যু হয়েছে। সর্বশেষ গত এক সপ্তাহ আগে বেপরোয়া ব্যাটারী চালিত রিক্সার ধাক্কায় মনসুরপুর গ্রামের এক সন্তানের জননীর অল্প বয়সেই মারা গেছেন। এলাকাবাসী দুর্ঘটনারোধে উক্ত সড়কে স্পীডব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply