বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে, বিবিয়ানা গ্যাস ও পাওয়ার প্লান্ট সংলগ্ন এলাকায়।
নিহতরা হলেন পিটুয়া গ্রামের মঈনুল করিম ইমন (পিতা: মজু মিয়া) ও নিয়ামতপুর গ্রামের মোঃ ইজাজুল ইসলাম (পিতা: ছমির মিয়া)। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্লান্টের ভেতরে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পরপরই শেরপুর হাইওয়ে থানা ও নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন পিপিএম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ছুটে এসে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। তারা ঘাতক ট্রাক চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হাইওয়ে থানার ওসি মোঃ শাহ জাহান আলী জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক, চালক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আইন অনুযায়ী যথাযথ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরে পুলিশের প্রচেষ্টা ও স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয় এবং নিহতদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Leave a Reply