নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা:: নবীগঞ্জে পরীক্ষা দিয়ে বাড়ী ফেরা হলোনা ইয়াছমিন আক্তার (১১) নামে এক পিইসি পরীক্ষার্থী। দ্রুতগামী একটি প্রাইভেটকার কেড়ে নিলো তার তাজা প্রাণ। স্কুল ছাত্রীর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। জানা যায়,নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের কুর্শা কান্দিগাঁও গ্রামের মৃত হাজী মো: কাছন মিয়ার মেয়ে ও কুরাগাঁও সরকারী প্রাথসিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী ইয়াছমিন আক্তার গতকাল মঙ্গলবার দুপুরে পরীক্ষা কেন্দ্র রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা শেষে বাড়ী ফেরার পথে বাড়ীর সামনে সিএনজি(অটোরিক্সা) থেকে নামা মাত্রই ঢাকাগামী বেপরোয়া প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘঁনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুল হক জানান- ইয়াছমিন পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
Leave a Reply