নবীগঞ্জ প্রতিনিধি।। নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমির পুর গ্রামে মাদক সেবনের দায়ে ৬ ব্যাক্তি কে ১ মাস মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার ( ১১ জানুয়ারি) রাত ৭ ঘটিকায় পৌর এলাকার পূর্ব তিমির পুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়।
পরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ছয় ব্যক্তিকে ১ মাস মেয়াদে কারাদণ্ড দেন। এরপর তাদের জেল হাজতে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- ১। সেলিম মিয়া (৩৫), ২। রাসেল আহমেদ (৪৪), ৩। মিজান আহমেদ (১৯), ৪। ফরিদ মিয়া(৫৫), ৫। লিটন মিয়া(৪১), ৬। শাহারাজ মিয়া(৫০)।
হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ এমদাদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে ভ্র্যামমান আদালতের মাধ্যমে সবাই কে ১ মাসের কারাদণ্ড দেন। এসআই সম্রাট মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।
Leave a Reply