-
- জাতীয়
- নবীগঞ্জে মাদক সেবীকে মোবাইল কোর্টে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড
- আপডেট টাইম : August, 19, 2021, 5:57 pm
- 255 বার
সংবাদদাতা নবীগঞ্জ :হবিগঞ্জে নবীগঞ্জে মাদক সেবন করার অপরাধে আবু জাফর সিদ্দিকী অপু(৩৫) নামে এক মাদক সেবীকে মোবাইল কোর্টে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। সে উপজেলার বড় ভাকৈর( পূর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামের পুত্র।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়,আবু জাফর সিদ্দিকী অপু দীর্ঘদিন যাবত মাদক সেবনে আসক্ত।
গত বুধবার রাত ৯টায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের নেতৃত্বে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ এমদাদুল্লাহ,নবীগঞ্জ থানার এএআই বিমল দাশসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে বাড়ী থেকে অপুকে আটক করা হয়।
রাত ১১ টায় সহকারী সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) ধারা মোতাবেক আবু জাফর সিদ্দিকী অপুকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply