-
- জাতীয়
- নবীগঞ্জে মারধরের মামলায় ২ আসামী কারাগারে
- আপডেট টাইম : September, 23, 2025, 11:15 pm
- 7 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদাতা।।নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আগনা গ্রামের সংঘর্ষের ঘটনায় দুই আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আসামী মাছাদ মিয়া ও মুজাহিদ মিয়া হবিগঞ্জের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালতের বিচারক শাহেদুল আলম তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
কারাগারে যাওয়া মামলার আসামীরা হলেন- নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আগনা গ্রামের বশির মিয়ার পুত্র মাছাদ মিয়া (৩৫) ও একই গ্রামের দিলাবর মিয়ার পুত্র মুজাহিদ মিয়া (২৫)।
জানাযায়,আটককৃতদের বিরুদ্ধে আগনা গ্রামের নাজিরুল মিয়ার বাড়ীতে হামলা ও মারপিঠের অভিযোগে নবীগঞ্জ থানায় মামলা হয়। মামলার প্রেক্ষিতে তারা হবিগঞ্জ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবির মাধ্যমে জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে দুই জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply