-
- জাতীয়
- নবীগঞ্জে মা-বাবাকে নির্যাতন করায় অবাধ্য পুত্রের ১ বছরের কারাদন্ড
- আপডেট টাইম : June, 17, 2021, 8:32 am
- 245 বার
জাবেদ তালুকদার নবীগঞ্জ :: নবীগঞ্জে মা-বাবাকে নির্যাতন করায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের মামদপুর এলাকার বিশ্বজিৎ রায় (২১) কে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গত বুধবার রাতে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।
দন্ডপ্রাপ্ত বিশ্বজিৎ রায় গজনাইপুর ইউনিয়নের মামদপুর এলাকার বিধান রায়ের ছেলে।
জানা যায়, বিশ্বজিৎ রায় প্রায়ই তার পিতা-মাতাকে মারধোর ও নির্যাতন করতো। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা এ ধরনের কাজ করতে নিষেধ করলেও সে সে তার কার্যকলাপ অব্যাহত রাখে।
বুধবার সে আবারো তার মা-বাবাকে মারধোর করে। এ ঘটনায় স্থানীয় লোকজন ইউপি সদস্য তোফাজ্জল হক বকুলের বাড়িতে তাকে আটকে রেখে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা শেখ মহি উদ্দিন একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে পৌছে মোবাইল কোর্ট পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধে বিশ্বজিৎ রায় (২১) কে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। তিনি সকলকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহবান জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply