-
- জাতীয়
- নবীগঞ্জে মা-বাবাকে মারধর করায় মাদকসেবী পুত্রের ৩ মাসের কারাদন্ড
- আপডেট টাইম : January, 19, 2022, 2:55 pm
- 210 বার
জাবেদ তালুকদার ::নেশাগ্রস্থ অবস্থায় বাবা-মাকে মারধর করায় পারছু মিয়া নামে এক মাদকসেবী পুত্রকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে গত মঙ্গলবার) সন্ধায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট এলাকার পারছু মিয়া (২২) নেশাগ্রস্থ অবস্থায় প্রায়ই তার মা-বাবাকে মারধর করার পাশাপাশি অসংলগ্ন আচরণ করতো। যাতে এলাকার জনসাধারণের বিরক্তির কারন হতো। তার বাবা-মার দেয়া অভিযোগ ও তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৪টার দিকে উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক পারছু মিয়া (২২) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এসআই শফিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, মা-বাবাকে মারধোর করায় পারছু মিয়াকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে, মা-বাবার উপড় নির্যাতন রোধে আমরা বদ্ধ পরিকর।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply