-
- জাতীয়
- নবীগঞ্জে মিলাদ গাজী এমপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট টাইম : September, 27, 2022, 8:25 pm
- 176 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী এমপি’র উদ্যোগে নবীগঞ্জের দেবপাড়ায় অসহায়, গরীব ও দুঃখী মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ) সকাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সদস্যরা ওয়ার্ডের প্রায় তিন শতাধিক লোকজনের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ ব্যাপারে গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ এমপি বলেন, মানুষের সেবায় মানুষের কল্যানে মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তিনি আরও বলেন সমাজের অনেক ধনী মানুষ আছেন তারা যদি আমাদের আশেপাশের এইসব অসহায় মানুষগুলোর জন্য নিজেদের সাধ্যমতো যার যার অবস্থান থেকে পাশে দাঁড়াই তাহলে আমার মনে হয় বাংলাদেশের কোথাও অসহায় মানুষ গুলো খাদ্য বস্ত্র বা চিকিৎসার অভাবে থাকবেনা। আমি আমার বাকি জীবন আমার সাধ্য অনুযায়ী এই মানুষগুলোর জন্য কিছু করার চেষ্টা অব্যাহত রাখব। পরে বিকাল ৪টার দিকে ক্যাম্পের কর্মকাণ্ড সমাপ্তি ঘোষণা করা হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply