রাকিল হোসেন নবীগঞ্জ ( হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর( পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ পদ রায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায় তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত শনিবার রাত সাড়ে ১২ টার সময় তিনি ইহলোক ত্যাগ করে পরলোকগমন করেন।
গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার নবীগঞ্জ থানার একদল পুলিশ নিয়ে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে উপস্থিত হয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে সম্মান জানান।
পরে স্থানীয় শশ্বানঘাটে ৭১ সালের রনাঙ্গনের সৈনিক বীর এই মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন হয়।
Leave a Reply