নবীগঞ্জে মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় উর্বর কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার চৈতন্যপুর গ্রামের পাশে উর্বর ধানী জমিতে কোনো প্রকার অনুমতি ছাড়াই এক্সেভেটর দিয়ে মাটি কাটার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রানের মৃত শিজলু মিয়ার পুত্র মইনুল হক কে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। তিনি বলেন, কৃষি জমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা