ডেস্ক নিউজ:: নবীগঞ্জের উপজেলার ইনাতগঞ্জ- সৈদপুর সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে মহিলা শিশুসহ ২০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩আগষ্ট) বেলা ১টার সময় শেরপুর থেকে ইনাতগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস জিয়াপুর গ্রামের নিকটে এসে পৌছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে খাদে পানির মধ্যে পড়ে। এ সময় যাত্রীদের আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করেন।
আহতরা হলেন,ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামের সাবেক মেম্বার ইছমত আহমেদ(৪৮),তার ছেলে সোহাগ (১৬),মোস্তফাপুর গ্রামের রোসনা বেগম(৩০),শিউলি বেগম(২৮),রোমন মিয়া(২৩),রোমেল(১১),হ্যাপী বেগম(১২),জগন্নাথপুর উপজেলার জালালপুর গ্রামের নুরেহা বেগম(৩২),তানজিদা বেগম(৯),তাওহীদ ৯মাস,রাজনা বেগম(২৮)। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম জানা যায়নি।
Leave a Reply