নবীগঞ্জ প্রতিনিধি::নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের “বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস দাস গ্রন্থাগার” এর উদ্যোগে নৌ আনন্দ ভ্রমন ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করা হয়। শনিবার মুক্তাহার গ্রাম থেকে ছাত্রদের এক বিশাল বহর নৌকা যোগে বানিয়াচং এর উদ্দেশ্যে সকাল ৬ ঘটিকায় রওয়ানা হয়।শিক্ষার্থীদের এই বহরটি বানিয়াচং এর বিভিন্ন হাওর ভ্রমন করে ঐতিহাসিক আখড়া বিথঙ্গলের আখড়া, করছগলা জঙ্গল ও মাকালকান্দি গ্রামের শহীদ স্মরণে স্মৃতি সৌধ পরিদর্শন করে সন্ধা ৭ ঘটিকায় আনন্দ ভ্রমন শেষে নিজ গ্রামে ফিরেন।
উক্ত নৌ আনন্দ ভ্রমন ও ঐতিহাসিক স্থান পরিদর্শনে অন্যান্যে মধ্য ছিলেন গ্রন্থাগারের প্রতিষ্টাতা ও শিক্ষাুরাগী ব্যক্তিত্ব রত্নদীপ দাস রাজু, প্রভাষক উত্তম কুমার দাশ,
ওয়ার্ড যুবলীগ সভাপতি রিন্টু দাশ, কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদের গণসংযোগ সম্পাদক সুভ্রেন্দু দাশ, গ্রন্থাগারের পাঠক ফোরামের সভাপতি গৌতম দাশ, সহ-সভাপতি সৈকত দাশ, সাধারণ সম্পাদক ঝিনুক দাশ, যুগ্ম- সাধারণ সম্পাদক অপূর্ব দাস,
সাংগঠনিক সম্পাদক রনি দাশ, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মিশু দাস, প্রচার সম্পাদক নিউটন দাস, সাংস্কৃতিক সম্পাদক চয়ন দাস, নির্বাহী সদস্য দীপ দাস, জনি দাস, রুবেল দাস, রাসেল দাস, গৌরব দাশ, অনিক দাশ, গৌরব দাস (২), মিরন দাস, বিপ্রেশ দাস, বিপ্লব দাস প্রমুখ।
Leave a Reply