আলী জাবেদ মান্না ::নবীগঞ্জে পূর্ব শত্রুতার জের হিসেবে লাকড়ি ঘরে আগুনের অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়।অমানবিক এ ঘটনায় লাকড়ি ঘরের লাকড়ি পুড়ে লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। নবীগঞ্জ চরগাঁও গ্রামে গতকাল সোমবার রাতে ৮ ঘটিকার সময় এই ঘটনাটি ঘটে ।স্থানিয় সূএ জানায় চরগাঁও গ্রামের সাবউদ্দিন চৌধুরীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সোমবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা লাকড়ি ঘরে পেট্রোল ছিটিয়ে আগুন দেয়। ক্ষতিগ্রস্ত সাবউদ্দিন চৌধুরী বলেন প্রতিদিনের মত আমি আমার ছেলেকে পড়াচ্ছি হটাৎ করে দেখি কে বা কারা আমার লাকড়ি ঘরে আগুন লাগিয়েছে।আর বলেন এতে লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিস কর্মীদের কল দিলে তারা খুব দ্রুত ঘটনা স্থলে চলে আসে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।ফায়ার সার্ভিসের (লিডার) মোঃতোফাজ্জুল ইসলাম কাছ থেকে যানা যায়, প্রায় এক ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণ করেন।
Leave a Reply