নবীগঞ্জে শালিস কমিটির সভা : বাজারের ক্ষয়ক্ষতি নিরূপণে উপ-কমিটি, উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকার আহবান

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

নবীগঞ্জ উপজেলার তিমিরপুর ও আনমনুসহ কয়েকটি গ্রামের মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের পর গঠিত শালিস কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে নবীগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

শালিস কমিটির উপদেষ্টা মো. শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অংশগ্রহণ করেন—
ড. আবুল ফতেহ ফাত্তাহ, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক সফরাজ আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খালেদ আহমদ পাঠান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আশরাফ আলী, নবীগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি মনসুর আলী খান, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, সিলেট দরগা মসজিদের খতিব মাওলানা আসজাদ আহমদ, মাওলানা নুরুল হক, সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, বজলুর রশীদ, কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, আব্দুল বারিক রনি, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইদুল হক চৌধুরী ছাদিক, এস.আর. চৌধুরী সেলিম, মাওলানা শোয়েব চৌধুরী, মো. সিদ্দিকুর রহমান চৌধুরী, মুফতি ফয়সল তালুকদার, সফিকুর রহমান, কাজী হাসান আলী, মো. সুহেল আহমদ, তনুজ রায়, অধ্যক্ষ সুহেল আহমদ এবং এহসানুল হাদী রুম্মান।

সভায় বাজারে সংঘর্ষের কারণে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ছয় সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানিমূলক মন্তব্য, বক্তব্য বা পোস্ট না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

উভয় গ্রামের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সংঘর্ষ সংক্রান্ত সকল সমস্যার সমাধান শালিস প্রক্রিয়ার মাধ্যমেই করা হবে।

তবে শালিস প্রক্রিয়া চলাকালীন থানায় মামলা দায়ের হওয়ায় কমিটির নেতৃবৃন্দের মধ্যে অসন্তোষ প্রকাশ করেন।

সভা শেষে শালিস কমিটির সদস্যরা বাজারের ক্ষতিগ্রস্ত দোকানপাট ও লুটপাট হওয়া স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

সভায় আরও বিভিন্ন মতামত ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায় এবং এলাকায় শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা