নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা; নবীগঞ্জে হযরত মাওলানা শায়েখ আব্দুস শহীদ ( রঃ) স্মৃতি স্বরণে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ইব্রাহিম চৌধুরীর সার্বিক তত্বাবধানে পুরানগাও জামেয়া শহীদিয়া হাফিজিয়া মাদ্রাসায় গত শনিবার ইফতার মাহফিল পুর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উক্ত মাদ্রাসার সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী। মাওলানা হিফজুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটখালী হুজুর আইয়ুব বিন সিদ্দিকি। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সিলেটের দয়ামির মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আমিনুর রহমান, সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা নজরুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবেক সাবেক সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক আলী হাছান লিটন প্রমুখ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সলিল করণ দাশ। এ ছাড়া ও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
Leave a Reply