ডেস্ক রিপোর্ট::নবীগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ গানে ১ম স্থান অর্জন করে সেরা পূরস্কার পেয়েছেন ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র রাজন সূত্র। রাজন উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামের রবীন্দ্র সূত্র ধরের পুত্র।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গান ও বিভিন্ন ইভেন্টে ৪ টি কলেজ অংশ নেয়। কলেজ ৪ টি হলো,নবীগঞ্জ সরকারী কলেজ,ইনাতগঞ্জ ডিগ্রী কলেজ,আউশকান্দ র,প স্কুল এন্ড কলেজ ও দিনাজপুর কলেজ। অংশ নেয়া এই চারটি কলেজের ছাত্রদের মধ্যে গানসহ তিনটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র রাজন সূত্র ধর।
গত মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্টানে রাজনের হাতে সেরা পুরস্কারটি তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সাদেক হোসেন।
Leave a Reply