নবীগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তি উদযাপন উপলক্ষ্যে নবীগঞ্জে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে,উপজেলা শিক্ষা অফিস কর্তৃজিত, শনিবার সকাল ১০টায়,
নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৩৬ জন শিক্ষার্থীর অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা ২০২১৷ বিষয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং আজকের ডিজিটাল বাংলাদেশ প্রতিযোগিতা,পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মোশাহিদ মিয়া, সহকারী প্রোগ্রামার আইসিটি ময়নূল ইসলাম ও প্রধান শিক্ষক মোঃ আলী আমজাদ মিলন,নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ,এম,মুজিবুর রহমান৷ অনুষ্ঠানে উপস্থিত উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম বলেন,
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ’ অতএব শিশুদের সঠিকভাবে বেড়ে উঠার উপরই জাতির ও দেশের ভবিষ্যৎ নির্ভরশীল। তাই সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে শিশু -শিশু কিশোরদের সচেতন করা ও জ্ঞানদানের উদ্দেশ্যে গড়ে তোলার লক্ষ্য ও উদ্দেশ্য৷ অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকল শিশু-কিশোরসহ সংশ্লিষ্ট সাবইকে আন্তরিক ধন্যবাদ জানান উপজেলা শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷
Leave a Reply