আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, নবীগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা প্রধান শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সভা শেষে হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী নবীগঞ্জ শহরের শ্রী শ্রী জিউর আখড়ায় সনাতন ধর্মালম্বীদের নিয়ে এক মতবিনিময় সভায় মিতিল হন। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারারণ রায়, পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি নিখিল আচার্য্য, বিশিষ্ট ব্যবসায়ী রঙ্গ লাল রায়, আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, নবীগঞ্জ পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম কুমার রায়, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর প্রানেশ দেব, সাংবাদিক অঞ্জন রায় প্রমুখ।
এ সময় তিনি মিলাদ গাজী এমপি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৯৯টি পূজা মন্ডপে ২ হাজার করে নগদ টাকা এবং শ্রী শ্রী জিউর আখড়ায় দুই মেট্রিকটন ওজনের ১টি এসি অনুদানের ঘোষনা দেন।
Leave a Reply