-
- জাতীয়
- নবীগঞ্জে সরকারি বিধিনিষেধ অমান্য করায় অর্থদন্ড :
- আপডেট টাইম : July, 25, 2021, 1:55 pm
- 254 বার
আলী জাবেদ মান্না::নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ নিশ্চিত করতে মাঠে কাজ করছেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি মামলায় ৬ হাজার ৩’শত টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
জানা যায়, (২৫ জুলাই) রোববার সকাল থেকে সারাদিন ব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও একদল সেনা সদস্যের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজার,ইনাতগঞ্জ বাজার, আউশকান্দি বাজার,দেবপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সরকারি নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংশ্লিষ্ট আইনে ৮টি মামলায় ৬ হাজার ৩’শত টাকা অর্থদণ্ড করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply