নবীগঞ্জ সংবাদদাতা: নবীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলো উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের মৃত রমাকান্ত সরকারের পুত্র রানু সরকার (৪০)।
গত শনিবার রাতে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন,এসআই এমরান হোসেন,এএসআই রুবেল হোসেনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিজ বাড়ী থেকে রানু দাশকে গ্রেফতার করেন। পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন জানান,মাননীয় যুগ্ন দায়রা জজ ২য় আদালত কর্তক রানু দাশের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় ১বছরের সশ্রম কারাদন্ড ও ৫লক্ষ টাকা জরিমানা করা হয়। মামলার রায়ের পর থেকে সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে একই রাতে রিজন মিয়া (২৮) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ। গ্রেফতারকৃত রিজন ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামের মৃত তৌরুদ মিয়ার পুত্র। পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন জানান,রিজন মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply