আশাহীদ আলী আশা:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জে বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের প্রচেষ্ঠায় উপজেলার দিনারপুর পরগনার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে (মোবাইল আই হসপিটাল আই এন সির) আয়োজনে দিনব্যাপি ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। উদ্বোধন শেষে চক্ষু চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের খোঁজ খবর নেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। চক্ষু চিকিৎসার ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
Leave a Reply