নবীগঞ্জ প্রতিনিধি::নবীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ১ম মৃত্যবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ এমরান মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা জাতীয় যুবসংহতির যুগ্ন আহবায়ক মোঃ সরওয়ার শিকদার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা মোঃ আব্দুল কাইয়ুম, জাপা নেতা কদ্দুস খান, যুবনেতা মির্জা হুসাইন আহমেদ হামজা, জাপা নেতা আলাউদ্দীন, সিদ্দেক আলী, নবীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রসমাজের আহবায়ক স্বপন চৌধুরী, সদস্য সচিব ও কেন্দ্রীয় সদস্য নিয়ামুল করিম অপু, পৌর যুবসংহতির সভাপতি নিউটন সূত্রধর, সাধারণ সম্পাদক নুর মিয়া, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ আহমেদ, ছাত্রনেতা আনোয়ার আহমেদ প্রমুখ। এসময় তারা সাবেক রাষ্ট্রপতি এরশাদের কর্মজীবন সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply