-
- জাতীয়
- নবীগঞ্জে সিএনজি ও পিকআপের সংঘর্ষে আহত ৭
- আপডেট টাইম : March, 17, 2024, 8:16 pm
- 62 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :নবীগঞ্জ উপজেলায় দ্রুতগামী সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৭জন আহত হয়েছেন।
রবিবার (১৭ মার্চ) বিকালে নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মাধবপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় – কাজিরবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হবিগঞ্জ গামী একটি সিএনজি অটোরিকশা মাধবপুর নামক স্থানে পৌঁছমাত্রই ইনাতগঞ্জ দিক থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি পিকআপ ঢাকা-মেট্রো- ন-১২-৫৫৫৯
নাম্বারহীন সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাঁধলে এতে শিশু সহ ৭ জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ৪জনকে আংশনকা জনক অবস্থায় সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতরা হলেন,নবীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মতিন, (৪২)জগন্নাথপুর উপজেলা হরিনাকান্দি গ্রামের
দিপংকর দাশ (৪০) পিতা ডা: নলিনি,পলি রানী দাশ (৩০) স্বামী দিপংকর, অন্না রানী দাশ (৪) পিতা দিপংকর দাশ, রাজু দাশ (০৯) পিতা দিপংকর দাশ, সজলা রানী দাশ (৫৫) স্বামী চিত্ত রঞ্জন দাশ, শফির উদ্দিন (৪০) পিতা মৃত আ: সোবহান।
খবর দিলে নবীগঞ্জ থানার পুলিশের ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, দূর্ঘটনা কবলিত পিকআপ ও সিএনজিটি উদ্ধার করে নবীগঞ্জ থানায় পুলিশের জিম্মায আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply